North24Paragana1

Mar 18 2023, 16:22

বারুনি মেলা উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া ভক্তদের ভিড়


উত্তর ২৪ পরগনা:বারুনি মেলা উপলক্ষ্যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া ভক্তদের ভিড়৷ মধুকৃষ্ণ ত্রয়োদশী তে অনুষ্ঠান করতে লক্ষ লক্ষ ভক্তরা করে আসেন এখানে ৷আগামীকাল রাত ৮. ৪৫ থেকে এই পূর্ণ স্থান শুরু হবে ৷সেই উপলক্ষ্যে দলে দলে ঠাকুরবাড়িতে আছেন ভক্তরা৷২১২ তম এবারের মেলা৷৫০ লক্ষ মানুষ এবার আসবে ঠাকুরবাড়িতে ৷

North24Paragana1

Mar 18 2023, 12:44

শ্যামনগরে দুঃসাহসিক চুরি


উত্তর ২৪ পরগনা: শ্যামনগরে দুঃসাহসিক চুরি। রাতের অন্ধকারে শ্যামনগর ফিডার রোডের অঞ্জনগড় এলাকায় বাড়ির ভিতরের মন্দির থেকে মা কালীর গহনা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্জনগড় এলাকায়। ওই বাড়ির সদস্য অঞ্জন দাস জানান, "গতকাল রাতে মন্দির বন্ধ ছিল। কিন্তু তারপর কখন যে মন্দিরে ঢুকে মায়ের গা থেকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা তা ভেবে উঠতে পারছি না।

তবে তাদের অনুমান সম্ভবত ঘুমের স্প্রে দিয়ে বেহুশ করে দিয়েই এই চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। জগদ্দল থানার পুলিশ কে গোটা বিষয়টি জানানো হলে থানার আধিকারিকরা পুরো এলাকাটি ঘুরে দেখেন। কে বা কারা এই চুরির ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ"। কিন্তু মন্দির থেকে মা কালীর গা থেকে গয়না চুরির ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।

North24Paragana1

Mar 18 2023, 09:17

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা মহিলাদের পুরসভা থেকে ক্যাশ ক্রেডিট লোনের চেক প্রদান


উত্তর ২৪ পরগনা: স্বনির্ভর গোষ্ঠীর সাথে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা মহিলাদের হাতে তুলে দেওয়া হল ক্যাশ ক্রেডিট লোনের চেক। উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভার উদ্যোগে নজরুল মঞ্চে ১৫০ স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয় ক্যাশ ক্রেডিট লোনের চেক। যার মধ্যে ৪৩টি গোষ্ঠীর পায় দেড় লক্ষ টাকার ক্যাশ ক্রেডিট লোনের চেক। আরও ৪৩টি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া তিন লক্ষ টাকার ক্যাশ ক্রেডিট লোনের চেক। ৬৫টি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয় পাঁচ লক্ষ টাকার ক্যাশ ক্রেডিট লোনের চেক।

আগামীদিনে এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে উদ্যোগী কামারহাটি পৌরসভা। মোট তিন কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর ক্যাশ ক্রেডিট লোনের জন্য। কামারহাটি পৌরসভার পৌর পরিষদের সদস্য মেঘনা মিত্রের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এইদিনের এই ক্যাশ ক্রেডিট লোনের চেক প্রদান অনুষ্ঠান।

আগামীদিনে নিজেদের প্রতিষ্ঠিত করার বার্তা দেন কামারহাটি পৌরসভার পৌর পরিষদের সদস্য মেঘনা মিত্র। এইদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা, কামারহাটি পৌরসভার উপ পৌর প্রধান তুষার চ্যাটার্জি, কার্যনির্বাহী আধিকারিক সোমনাথ দে, কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহার কনফিডেনসিয়াল অ্যাসিস্ট্যান্ট অমিতাভ ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন ব্যাঙ্ক অফ বরোদার ডেপুটি জেনারেল ম্যানেজার তপন দাস, আঞ্চলিক দপ্তরের সিনিয়র ম্যানেজার অরিন্দম নায়েক, বেলঘরিয়া শাখার চিফ ম্যানেজার এ কে চৌধুরী সহ অন্যান্য বহু বিশিষ্ট আধিকারিকরা।

এইদিনের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন National Urban Livelihoods Mission এর ম্যানেজার ইন্দ্রনীল বোস ।

North24Paragana1

Mar 17 2023, 19:05

জেলাশাসকের দফতরে তীব্র ভৎর্সনার মুখে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের সুপার


উত্তর ২৪ পরগনা: অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের পরিষেবার উন্নয়ন নিয়ে বৈঠকে যোগ দিতে এসে শুক্রবার জেলাশাসকের দফতরে তীব্র ভৎর্সনার মুখে পড়লেন হাসপাতালের সুপার রামকৃষ্ণ হেমব্রম।জেলাশাসকের সামনেই এদিন পরিষেবা নিয়ে সুপারকে দুষে তাঁর অপসারণ চেয়ে সরব হলেন স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী এবং পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার।

কোভিড পরবর্তী পরিস্থিতিতে হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমশ কমে যাওয়ায় সুপারের দিকে আঙুল তুলে এই বিষয়ে ক্ষোভপ্রকাশও করেছেন দু'জনে।যদিও হাসপাতালের মানোন্নয়ন নিয়ে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের সুপার রামকৃষ্ণ হেমব্রম এই বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি সংবাদমাধ্যমের সামনে।বিষয়টি নিয়ে তিনি কোনও মন্তব্য করতেই রাজি হননি।

North24Paragana1

Mar 17 2023, 18:20

ভাটপাড়ায় ট্রান্সফরমারে আচমকা আগুন লাগে


উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া থানার অন্তর্গত ভাটপাড়া তিন নম্বর গলি এলাকায় একটি বিদ্যুতের ট্রান্সফরমারে আচমকা আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শুক্রবার দুপুরে আচমকাএই আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিআইসি অমিত গুপ্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

খবর দেওয়া হয় বিদ্যুৎ কর্মীদের। বিদ্যুতের ওভারলোডের কারণেই এই অগ্নিকাণ্ড বলে মনে করছে বিদ্যুৎ পর্ষদের কর্মীরা। আর এই ঘটনায় গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

North24Paragana1

Mar 17 2023, 18:17

বসিরহাট ঘোজাডাঙা সীমান্ত থেকে বিপুল বাংলাদেশী টাকা উদ্ধার


উত্তর ২৪ পরগনা: বসিরহাট ঘোজাডাঙা সীমান্ত থেকে বাংলাদেশী ২২ লাখ টাকা উদ্ধার। গ্রেফতার এক। ধৃত ব্যক্তি কোথায় কাকে এত বিপুল পরিমানে টাকা দিতে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিস।

আজ সকালে বসিরহাট ঘোজাডাঙা ভারত বাংলাদেশের সীমান্তে জিরো পয়েন্টে দুজন ব্যাক্তি সন্দেহজনক ভাবে হাতে বালতি নিয়ে ঘোরাফেরা করার সমায় সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় ঐ দুই ব্যাক্তিকে তাড়া করলে বালতি ফেলে এক জন পালিয়ে যায়। আজিজ গাজি নামে এক ব্যাক্তিকে ধরে ফেলে বি এস এফ ।

তাদের কাছে থাকা দুটি বালতি থেকে উদ্ধার হয় বাংলাদেশী বাইশ লাখ টাকা। ধৃত আজিজ গাজি কে আজ বসিরহাট থানার হাতে তুলে দিলে পুলিস তাকে গ্রেফতার করে। বিশাল অঙ্কের বাংলাদেশী এত টাকা নিয়ে কোথায় কাদের দিতে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিস। ধৃত আজিজকে ১০ দিনের পুলিশি হেপাজাত চেয়ে আজ দুপুরে বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়।

North24Paragana1

Mar 17 2023, 18:16

নাটাগড় অম্বিকাপুর অঞ্চলে প্রকাশ্য দিবালোকে পরপর ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল এলাকায়


উত্তর ২৪ পরগনা: সোদপুর নাটাগড় অম্বিকাপুর অঞ্চলে প্রকাশ্য দিবালোকে পরপর ছিনতাইয়ের ঘটনা তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল এলাকায়। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। অভিযোগ গতকাল পথচারী এক মহিলার থেকে ছিনতাই হয় একটি ব্যাগ। তাতে মূল্যবান কিছু নথি সহ বেশ কিছু অর্থ এবং একটি মোবাইল ফোন ছিল অভিযোগ জানানো হয়েছিল ঘোলা থানায়।

আজ পুনরায় আবারো একই পদ্ধতিতে ছিনতাই হল মহিলার সঙ্গে থাকা আরেকটি ব্যাগ। মোটর বাইকে করে আসা এক দুষ্কৃতী চলন্ত সাইকেল থেকেই ব্যাগটি ছিনতাই করে চম্পট দেয়। মহিলা চিৎকার চেঁচামেচি করতেই অঞ্চলের মানুষজন বেরিয়ে আসে ততক্ষণে ছিনতাই বাজ বাইকের গতি বাড়িয়ে পালিয়ে যায়। খবর দেওয়া হয় ঘোলা থানায় পুলিশ এসে শুরু করেছে তদন্ত। তবে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে।

North24Paragana1

Mar 17 2023, 18:15

তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল


উত্তর ২৪ পরগনা:ভেবিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এই বাইক মিছিল। ভেবিয়া সাদিগাছী মাঠ থেকে শুরু করে , হেভি অঞ্চলের বিভিন্ন বুথ ঘুরে অবশেষে ভেবে বাসস্ট্যান্ডে এসে থামে বাইক মিছিল।

উপস্থিত ছিলেন হাসনাবাদ দু'নম্বর ব্লক তৃণমূলের সভাপতি এসকেন্দার গাজী, ভেবিয়া অঞ্চল তৃনমূলের সভাপতি শুভজিৎ দে, পঞ্চায়েত প্রধান ওলিউল মণ্ডল সহ বিশিষ্টজনেরা ও তৃণমূল কর্মীরা।

North24Paragana1

Mar 17 2023, 18:14

বারাসাতে ভ্যাট বির্তক


উত্তর ২৪ পরগনা: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের প্রভাব এসে পড়ল পৌরসভা ও পঞ্চায়েত স্তরে ।বারাসাত পৌর এলাকায় এক বছরের বেশি সময় ধরে জঞ্জাল যত্রতত্র পড়ে থাকার সমস্যা থাকার জন্য আজ ফের জেলা শাসক দপ্তরে বৈঠক ছিল। বৈঠক শেষে বারাসাত পৌরসভার পৌর প্রধান অশনি মুখোপাধ্যায়, যদিও দাবি করেন যে সমস্যার সমাধান অনেকটা হয়েছে।

কিন্তু কদম্বগাছি পঞ্চায়েত প্রধান গৌতম পাল ও বারাসাত ব্লক ওয়ানের পঞ্চায়েত সমিতির সভাপতি আরশাদুজ্জামান স্পষ্ট করে জানিয়ে দেন পৌরসভার গাফিলতিতেই ভ্যাট সমস্যার সমাধান হতে পারছে না। গত এক বছর আগে বৈঠকে কথা হয়েছিল কদম্বগাছিতে যে জঞ্জাল ফেলার জায়গা রয়েছে তা আধুনিকীকরণ করে দুর্গন্ধ মুক্ত এলাকা করতে হবে।

North24Paragana1

Mar 17 2023, 18:12

ছোট ছোট ছাত্র ছাত্রীদের বেধরক পেটালো স্কুলের পাশেই থাকা এক ব্যক্তি


উত্তর ২৪ পরগনা: স্কুলের টিফিনের সময়ে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের কোলাহলে ঘুমের ব্যাঘাত হওয়ায় স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের বেধরক পেটালো স্কুলের পাশেই থাকা অমিত সাউ নামে ব্যক্তি।ঐ ব্যক্তির মারে আহত হয়েছে স্কুলের প্রায় ১০জন স্কুল পড়ুয়া।

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া 4 নম্বর গলি এলাকার সর্বোদয় প্রাথমিক বিদ্যালয়ে।এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবিতে আহত শিশুদের অভিভাবকরা ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে।এরপর অভিযুক্ত অমিত সাউ কে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ।